আসসালামুআলাইকুম
বর্তমানে প্ল্যা-স্টোরে অসংখ্যা অনলাইন আর্নিং ফ্ল্যাট-ফর্ম রয়েছে!এর মধ্য থেকে সবগুলোতেই কাজ করা যায়,কিন্তু অধিকাংশ এপ্স থেকে পেমেন্ট পাওয়া যায় না।
আজকের এই পোষ্টে দেখাবো কিভাবে
প্রত্যেকসপ্তাহে 1 ETH বা 11,613.17 টাকা ইনকাম করবেন!
চলুন শুরু করা যাকঃ-
এই এপ্সটি ১০০% পেমেন্ট করে,এবং পোষ্টের নিচের পেমেন্ট প্রুফ রয়েছে।
এই এপ্সটির নাম হচ্ছে WhatsAround।
এখন ডিরেক্ট আপনাকে প্ল্যা-স্টোরে নিয়ে যাবে,এরপরে এপ্লিকেশনটি ডাওনলোড করে নিনঃ

এরপরে লগ ইন করুনঃ

এখন মানুষ আইকনে ক্লিক করুনঃ

এখন Edit Profile এ ক্লিক করুনঃ

এবার সকল ইনফরমেশন দিয়ে প্রোফাইল কম্পলিট করুনঃ
অবস্যই ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এবং প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে।

এখন একাউন্ট খোলা কম্পলিট
কিভাবে ইনকাম করবেনঃ
এই এপ্স থেকে দুই ভাবে ইনকাম করতে পাড়বেন!১-পোষ্ট/ছবি আপ্লোড করে।২-রেফার করিয়ে।
ছবি আপ্লোড করার জন্য,ছবি তোলে একটা ট্যাগ/টাইটেল দিয়ে আপ্লোড করুনঃ-


রেফার ইনকালঃএই এপ্সে প্রত্যেক রেফারে ৫$ এর সমান SP Coin ফ্রি পাবেন!

পেমেন্ট রিকুয়েস্টঃ
এই এপ্সথেকে ETH,PAYPAL,AMAZON,ITUNES এর মাধ্যেমে পেমেন্ট নিতে পাড়বেন।
এখানে 1870 কয়েন হলেই ১ ETH উইথ্র নিতে পারবেন।যা ২০ জন বন্ধুকে রেফার করালেই হবে
**এই এপ্সে পেমেন্ট রিকুয়েস্ট পাঠালে সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করা হয়।
পেমেন্ট প্রুফঃ
এই এপ্সটি ১০০% পেমেন্ট করে।আমি গত ২৩-০২-১৯ এ পেমেন্ট রিকুয়েস্ট পাঠাই এবং ২৫-০২-১৯ এ পেমেন্ট পেয়েছি!
