৭ দিনে শিখুন HTML – ১ম দিন – পর্ব ০১

৭ দিনে শিখুন HTML – ১ম দিন – পর্ব ০১

HTML কী??

এটাই এখন কোটি টাকার প্রশ্ন। তাহলে দেখে নেই HTML কি।
  1. HTML হল মার্কাপ ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে ওয়েব পেজ এর কাঠামো তৈরি করা হয়।
  2. HTML দিয়ে বোঝায় Hyper Text Markup Language
  3. মার্কাপ ল্যাঙ্গুয়েজ অর্থ অনেক গুলো মার্কাপ ট্যাগ এর সমষ্টি।
  4. HTML ডকুমেন্ট HTML ট্যাগ এর মাধ্যমে পরিচালিত হয়।
  5. একেকটা HTML ট্যাগ একেক ধরনের কাজ পরিচালিত করে।
আগে একটা কোড দেখে নেই।
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head>
<body>

<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>

</body>
</html>
এখন এই কোড টুকু আপনার ফোনে যে HTML Editor ডাউনলোড করেছেন সেখানে লিখুন এবং সেভ করুন।
যে নামে সেভ করবেন তার শেষে .html দিবেন। এখন যেখানে সেভ করেছেন সেখানে গিয়ে আপনার ব্রাউজার দিয়ে ওই ফাইলটা ওপেন করুন। ব্যাস!!
আপনার কম্পিউটার এর নোটপ্যাড ওপেন করে লিখুন এই কোড টুকু । তারপর কোথাও সেটা একটা নাম দিয়ে সেভ করুন। তবে, যে নাম দিয়ে সেভ করবেন সেটার শেষে .html দিবেন।
এবং Save as type এ Text Documents এর জায়গায় All files করে দিবেন। এখন যেখানে সেভ করেছেন সেখানে গিয়ে সেখুন আপনার ওই ফাইলটা রয়েছে।
যদি Chrome ইন্সটল করা থাকে তাহলে দেখবেন সেটা ক্রোম এর আইকন হয়ে গেছে। যে ব্রাউজার ইন্সটল করা থাকবে সেই আইকন হয়ে যাবে। এখন সেটা আপনার ব্রাউজার এ ওপেন করুন।
কি দেখতে পাচ্ছেন টাইটেল বার এ লেখা Page Title. এবং পেজ এর ভেতর বড় করে লেখা My First Heading এবং তার নিচে লেখা ছোট করে My first paragraph.

HTML এর ব্যাখ্যাঃ–

এখানে প্রথমে লিখেছি <!DOCTYPE html> এটা দিয়ে আমি ব্রাউজার কে বুঝিয়ে দিলাম যে এটা একটা html ডকুমেন্ট। তারপর দিয়েছি <html> এটা দিয়ে বোঝালাম যে HTML শুরু হল।
তারপর দিয়েছি <head> এটা দিয়ে আমরা হেড ট্যাগ বুঝিয়েছি। এই <head> ট্যাগের মাঝে আমরা যা দেব তা ব্রাউজার এ দেখানোর জন্য না।
এটা দিয়ে আমরা ব্রাউজার এর টাইটেল দেখাবো, কোন ভাষার কন্টেন্ট তা লিখে দেবো, CSS বা JS ডিফাইন করে দেব ইত্যাদি ইত্যাদি।
তারপর দিয়েছি <title> এই টাইটেলের ভেতর আমরা আমাদের ওয়েব পেজের নাম দেই যা আসলে ব্রাউজারের টাইটেল বারে দেখায়।
</title> এটা হল ইন্ড ট্যাগ। আমরা এই ট্যাগের মাধ্যমে title ট্যাগ শেষ বুঝিয়েছি। এখন এই </head> হল ইন্ড ট্যাগ। এটা দিয়ে হেড ট্যাগ শেষ হল।
তারপর শুরু করলাম <body> ট্যাগ এটা দিয়ে আমরা ব্রাউজারের বডি ট্যাগ বোঝাচ্ছি। এর ভেতরে যা আছে সব ব্রাউজারে দেখাবে।
<h1> এটা দিয়ে হেডিং ডিফাইন করে দিয়েছি।
এবং <p> এটা হল প্যারাগ্রাফ ট্যাগ।
সব ট্যাগের ইন্ড বা শেষ ট্যাগ দিতে হয়।
ট্যাগ নেম লেখার নিয়ম হল <tagname>content</tagname> এই ট্যাগ নেমের ভেতর আমাদের প্রয়োজনীয় ট্যাগ নেম দিয়ে কন্টেন্ট এর জায়গায় কন্টেন্ট দিতে হবে।
নিচে HTML এর গঠন দেখে নেয়া যাক
<html>
<head>
<title>Page title</title>
</head>
<body>
<h1>This is a heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
</body>
</html>
তাহলে, এতক্ষণ বুঝলেন তো মনে হয়।

এবার দ্বিতীয় অধ্যায়ঃ– HTML Editors

আমরা তো আগেই দেখিয়েছি কিভাবে কোড রান করাতে হয়। আবার নতুন করে কি দেখাবো। সুতরাং এই অধ্যায় শেষ।

এবার তৃতীয় অধ্যায়ঃ– HTML Basics

এখানে আমরা দেখাবো HTML এর ব্যাসিক ট্যাগ গুলো।

<h1> ট্যাগ

এটাকে বলে হেডিং ট্যাগ। মোট হেডিং ট্যাগ আছে ৬ টি। একেক হেডিং ট্যাগে একেক সাইজের লেখা হয়।
চলুন দেখে নেই।
<!DOCTYPE html>
<html>
<body>
<h1>This is heading 1</h1> <h2>This is heading 2</h2> <h3>This is heading 3</h3> <h4>This is heading 4</h4> <h5>This is heading 5</h5> <h6>This is heading 6</h6> </body> </html>

এই কোডটুকু লিখে ব্রাউজারে চেক করুন। কি দেখতে পাচ্ছেন?? প্রথমে বড় করে লেখা তারপর আস্তে আস্তে ছোট হতে আছে।
এই হেডিং ট্যাগ দিয়ে আমরা ওয়েব পেজের হেডিং বোঝায়।

<p> ট্যাগ

এটাকে বলে প্যারাগ্রাফ ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আমরা ওয়েব পেজের স্বাভাবিক লেখাগুলো দেখায়।
<!DOCTYPE html>
<html>
<body>

<p>This is a paragraph.</p>
<p>This is a paragraph.</p>
<p>This is a paragraph.</p>

</body>

</html>

<a> ট্যাগ

এটাকে বলে HTML Link ট্যাগ।
আমরা ওয়েব পেজে কোন লেখাতে যদি ক্লিক করি তাহলে নিশ্চয় দেখেছেন অন্য একটা লিংক এ চলে যায়। যেমন এই Search লেখাতে ক্লিক করুন দেখবেন আপনি গুগল সার্চ ইঞ্জিন এ চলে যাবেন। এই লিংক করার কাজ করে <a> ট্যাগ।
<!DOCTYPE html>
<html>
<body>

<a href="https://www.yahoo.com">This is a yahoo link</a>

</body>

</html>
এই কোড এর <a দিয়ে বোঝালাম যে লিংক শুরু হয়েছে। তারপরে দিয়েছি href=”https://www.yahoo.com” এটা দিয়ে আমরা বুঝিয়েছি কোন লিংক এ যাবে। তারপর, > দিয়ে লিংক শেষ করলাম।
এখন আবার লিখেছি This is yahoo link । এখানে যা লিখবো সেটার সাথে লিংক হবে। অর্থাৎ এই কোডটুকু লিখে ব্রাউজারে দেখেবেন।
একটা লেখা আছে This is yahoo link এখানে ক্লিক করলেই আপনি চলে যাবেন Yahoo এর সাইটে। শেষে আমরা ইন্ড ট্যাগ দিয়ে শেষ করে দিয়েছি। মজার না বিষয়টা??

<img> ট্যাগ

আমরা তো আর ওয়েবপেজে শুধু লেখা দেখি না ছবিও দেখতে পাই। তাহলে, চলুন দেখে নেই কিভাবে ওয়েব পেজে ছবি দিতে হয়।
ওয়েব পেজে ছবি দিতে <img> ট্যাগ ব্যবহার করা হয়। নিচে একটা উদাহরণ দেখা যাকঃ-
<!DOCTYPE html>
<html>
<body>

<img src="w3schools.jpg" alt="W3Schools.com" width="104" height="142">

</body>

</html>
এখানে প্রথমে <img দিয়ে বুঝিয়েছি img ট্যাগ শুরু হচ্ছে।
তারপর, src=”image/w3schools.jpg” দিয়ে বুঝিয়েছি ইমেজ সোর্স বা লিংক হচ্ছে image ফোল্ডারের ভেতর w3schools.jpg নামের ইমেজ।
এখানে Image ফোল্ডার আছে সেখানে যেখানে আমাদের এই html ফাইল আছে। তারপর alt দিয়েছি কারণ কখনো যদি ইমেজ লোড না হয় বা ইমেজ না আসে তাহলে ইমেজ এর বদলে ওখানে W3Schools.com লেখা দেখাবে।
তারপর width=”104” দিয়ে বুঝিয়ে ইমেজ এর width বা প্রস্থ হবে 104 পিক্সেল এবং height=”142″ দিয়ে বলেছি যে ইমেজ এর Height বা দৈর্ঘ্য হবে ১৪২পিক্সেল। এখানে কিন্তু, কোন ইন্ড ট্যাগ দেই নি।
কারণ, ইমেজ ট্যাগের কোন ইন্ড ট্যাগ প্রয়োজন নেই।

এবারে চতুর্থ অধ্যায়ঃ— HTML Elements

HTML এ আমরা যা কিছু লিখছি সেগুলো আসলে ইলিমেন্ট এর সমষ্টি। যেমন এখানে
<!DOCTYPE html>
<html>
<body>

<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>

</body>
</html>
<html> এবং </html> একটা ইলিমেন্ট।
<body> এবং </body> একটা ইলিমেন্ট।
<h1> এবং </h1> একটা ইলিমেন্ট।
<p> এবং </p> একটা ইলিমেন্ট।
অর্থাৎ এখানে মোট ইলিমেন্ট আছে  টি।
আরো একটা কথা। সবাই HTML এ যে ভুল টা করে তা হল ইন্ড ট্যাগ দিতে ভুলে যাওয়া। কখনো ইন্ড ট্যাগ বাদ দিবেন না।
আর, HTML এর ট্যাগ বা ইলিমেন্ট গুলো সবসময় ছোট হাতের অক্ষরে লেখার চেষ্টা করবেন।

এবারে শুরু করব ৫ অধ্যায়ঃ– HTML Attributes

এখন আগে একটা কোড দেখব।
<!DOCTYPE html>
<html>
<body>

<img src="w3schools.jpg" alt="W3Schools.com" width="104" height="142">

</body>

</html>
এখানে <img ট্যাগের মাঝে ঐযে src, alt, width, height দেখছেন এগুলোকে বলে HTML Attribute. আমরা HTML ইলিমেন্ট এর বিভিন্ন কাজের জন্য Attribute ব্যবহার করি।
যেমন এখানে সাইজইমেজ সোর্স  ঠিক রাখতে ব্যবহার করেছি।

Title Attribute

আমরা <p> বা প্যারাগ্রাফ ট্যাগের সাথে title এট্রিবিউট ব্যবহার করতে পারি।
<!DOCTYPE html>
<html>
<body>

<p title="About W3Schools">
W3Schools is a web developer's site.
It provides tutorials and references covering
many aspects of web programming,
including HTML, CSS, JavaScript, XML, SQL, PHP, ASP, etc.
</p>

<p><b>
If you move the mouse over the paragraph above,
the title will display as a tooltip.
</b></p>

</body>

</html>
এখানে দেখুন আমরা <p> ট্যাগের সাথে title এট্রিবিউট ব্যবহার করেছি। কিন্তু, কথা হল তাতে লাভ হল কী?? একবার এই কোডটুকু ব্রাউজারে দেখুন। সাধারণ দেখাচ্ছে।
এখন আপনি ওই লেখাগুলোর উপর মাউস নিয়ে গিয়ে রেখে দেন দেখবেন কি হচ্ছে।

Href Attribute

এটার উদাহরণ তো দেই লিংক এর সময় দেখেছি। লিংক সেট করতে এই এট্রিবিউট ব্যবহৃত হয়।

Width and Height Attribute

এই এট্রিবিউট দিয়ে ইমেজ বা অন্য যেকোন কিছুর width এবং height ঠিক করে দেয়া যায়।
এরকম তো অনেক এট্রিবিউট আছে আমরা শিখতে শিখতে দেখবো। আর, ওই যখন আমরা একটা এট্রিবিউট এর ভ্যালু দেবো তখন সেটা কোটেশন এর ভেতর দিবেন।
যেমনঃ- width=”250″ এই ২৫০ হল ভ্যালু এবং এটাকে আমরা কোটেশন এর মাঝে দিয়েছি। না রাখলে সমস্যা নেই। কিন্তু, যদি টাইটেল এট্রিবিউট এর ভ্যালুতে একের অধিক ওয়ার্ড দেন তখন ভুল হবে যদি না কোটেশন দেন।
তাই, সব সময় কোটেশন এর ভেতর রাখবেন। এবং সবসময় ছোট হাতের অক্ষরে লিখবেন।

এখানেই শেষ করলাম “৭ দিনে শিখুন HTML” এর ১ম দিন। আজকে প্রথম তবুও অনেক কিছু শিখে ফেলেছেন।
আপনি ভাবছেন এত্ত বড় টিউটোরিয়াল কত কিছুই না আছে আসলে খুব সামান্য এখানে। আপনি  ঘণ্টা সময় দিলে হয়ে যাবে।
ইনশাল্লাহ, আগামী কাল যেহেতু ২য় দিন তাই ২য় দিনের টিউটোরিয়াল পাবেন।
যাওয়ার আগে একটা এক্সারসাইজ দিয়ে দেবো। যদি, পারেন তাহলে বুঝবেন আপনি এই ১ম দিনের সব ভালো মতো বুঝেছেন।
একটা সাইট বানান যেখানে টাইটেল দিবেন My First Site। তারপর, বড় করে লেখা থাকবে Welcome!! এবং তার নিচে দিবেন Visit ICT Ostad এবং ICT Ostad তে যেন ক্লিক করলে https://www.iamriaj.tk এ যায় সেই ব্যবস্থা করবেন।
এবং তার নিচে আপনার একটা ছবি দিবেন। তৈরি হয়ে গেলে Comment এ লিখবেন Done এবং আমায় মেসেজ করে পাঠিয়ে দেবেন আপনার সাইট এর ছবি ( যেহেতু কমেন্টে ছবি দেয়া যায় না)। আমি, আপনাকে ফিডব্যাক দিবো।

তাহলে আজ শেষ করলাম। একটা কথা বলি কোন সমস্যা হলে সেটা কমেন্টে বলবেন তাহলে সেই সমাধান সবাই দেখতে পারবে। মেসেজ দিলে সবাইকে আলাদা আলাদা করে উত্তর দিতে হয়।
তাই, যা বলার কমেন্টে বলবেন। খুব প্রাইভেট হলে সেক্ষেত্রে মেসেজ দিতে পারবেন। আর, এক্সারসাইজ এর কথা মনে থাকে যেন।

আসসালামু আলাইকুম!!

Full Credit: শাহরিয়ার আহমেদ শোভন। ফেসবুকে  https://facebook.com/shovon.0.ahmed

৭ দিনে শিখুন HTML – ভূমিকা – পর্ব ০০

৭ দিনে শিখুন HTML – ভূমিকা – পর্ব ০০
আজ আমি বাংলাতে শুরু করে দিলাম HTML শেখার জন্য টিউটোরিয়াল। এর পরে ইনশাল্লাহ শুরু করব CSS টিউটোরিয়াল। যদি, আপনাদের সাড়া পায় তাহলে তারপরে শুরু করব তখন Bootstrap এবং Javascript টিউটোরিয়াল। তারপর, আপনাদের দেখাবো কিভাবে একটা থিম বানিয়ে সেটা বিক্রি করে টাকা আয় করতে হয়।
এই কোর্স টি মুলত ৭ দিনের স্টাডি প্ল্যান। এই কোর্স টিকে আবার https://w3schools.com/html এর বাংলা অনুবাদ ও বলতে পারেন। তবে, আমি এখানে নিজের ভাষায় সবকিছু উপস্থাপন করব।
নিচের সুচিপত্রটি W3schools এর HTML সুচিপত্র। এখানে আমি মোট ৭ দিনে শিখিয়ে দেবো HTML
কোর্স সুচিপত্রঃ-
  1. ১ম দিন ঃ—
    1. HTML Introduction
    2. HTML Editors
    3. HTML Basic
    4. HTML Elements
    5. HTML Attribute
  2. ২য় দিন ঃ—
    1. HTML Heading
    2. HTML Paragraphs
    3. HTML Style
    4. HTML Formatting
    5. HTML Quotation
  3. ৩য় দিন ঃ—
    1.  HTML Computer Code
    2. HTML Comments
    3. HTML Colors
    4. HTML CSS
    5. HTML Links
  4. ৪র্থ দিন ঃ—
    1. HTML Image
    2. HTML Table
    3. HTML List
    4. HTML Blocks
    5. HTML Classes
  5. ৫ম দিন ঃ—
    1. HTML Layout
    2. HTML Responsive
    3. HTML Iframes
    4. HTML Javascript
    5. HTML Head
  6. ৬ষ্ঠ দিন ঃ—
    1. HTML Forms
    2. HTML Forms Elements
    3. HTML Input Types
    4. HTML Input Attributes
    5. HTML5 Intro
  7. ৭ম দিন ঃ—
    1. HTML5 Support
    2. HTML5 Elements
    3. HTML5 Semantics
    4. HTML5 Migration
    5. HTML5 Style Guide
এখানে মাঝে বেশ কিছু এক্সারসাইজ পাবেন। যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে ঝালাই করে নিতে পারবেন।
HTML অর্থ Hypertext Markup Language
এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না মার্কাপ ল্যাঙ্গুয়েজ। HTML এর মাধ্যমে আপনি ওয়েব সাইট তৈরি করতে পারবেন। এটা দিয়ে কোন সাইটের মূল কাঠামো তৈরি করা হয়। আপনি আমার ওয়েব ডিজাইন সম্পর্কিত পোষ্ট পড়লেই সব কিছু বিস্তারিত জানতে পারবেন।
আর, এই HTML হল প্রযুক্তি জগতের সবথেকে সহজ কিন্তু শক্তিশালী একটা ভাষা।
তাহলে, আজই চলুন শুরু করে দেই “৭ দিনে শিখুন HTML
এখন প্রশ্ন হতে পারে শিখতে গেলে কি কি প্রয়োজন হবে??
  1. প্রয়োজন হবে ইচ্ছাশক্তি।
  2. প্রয়োজন হবে ধৈর্য।
  3. প্রয়োজন হবে জানার ইচ্ছা।
  4. প্রয়োজন হবে একটা এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল অথবা একটা কম্পিউটার।
এর বেশি কিছু দরকার নেই।
তবে, নিশ্চয় একটা কথা মনে পড়ছে যে কোড কোথায় লিখবো??
হ্যাঁ, যদি আপনার ফোন হয় তাহলে গুগল প্লে-স্টোরে গিয়ে সার্চ করুন “HTML Offline Code Editor” লিখে। যে এপ পছন্দ হয় ডাউনলোড করে নিন।
তবে, দেখবেন যে সেটা অফলাইনে কোড লেখার সুবিধা দেই কিনা। আর, কোড লেখার পরে সেটা দেখতে হবে যে কেমন হয়েছে সেজন্য আছে অনেক ব্রাউজার। আপনার ফোনে যে ব্রাউজার আছে সেটা তেই হবে।
কম্পিউটার এ শিখতে কিছুই লাগবে না শুধু একটা ব্রাউজার থাকলেই হবে। তবে, গুগল ক্রোম থাকলে ভালো না থাকলে ইন্টারনেট এক্সপ্লোরার ই যথেষ্ট। আর কোড লেখার জন্য আছে নোটপ্যাড।
তাহলে, সবকিছু রেডি করে ফেলেছেন বোধ হয়।
আপনাদের সাড়া পেলে  দিনেই পর্ব পাবেন। অর্থাৎ, প্রত্যেকদিন একটা একটা করে পর্ব। আর, সাড়া যদি না পায় তবুও পোস্ট করব, তবে একটু দেরি হয়ে যেতে পারে সেক্ষেত্রে।
ধন্যবাদ সবাইকে!! হয়ত আমি অল্প কিছু হলেও আপনাদের শেখাতে পারবো।
আসসালামু আলাইকুম!!

Full Credit: শাহরিয়ার আহমেদ শোভন। ফেসবুকে  https://facebook.com/shovon.0.ahmed

একাউন্ট খুলেই ৫০ টাকা ফ্রি ফ্লেক্সিলোড আর প্রতি রেফারে ১০০ টাকা করে নিয়ে নিন একদম ফ্রি

একাউন্ট খুলেই ৫০ টাকা ফ্রি ফ্লেক্সিলোড আর প্রতি রেফারে ১০০ টাকা করে নিয়ে নিন একদম ফ্রি
আজ আমি আপনাদের জন্য একটি বাংলাদেশি অ্যাপ এর পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি প্রথমবার একাউন্ট খুলে ৫০ টাক ফ্রি নিতে পারবেন।
আর যত জনকে রেফার করাবেন তত বার ১০০ টাকা পাবেন।
তার মানে ১০ জনকে রেফার করালে ১০০০ টাকা পাবেন।
হ্যা আর কথা না বাড়িয়ে শুরু করি।
নিচের লিংক এ ক্লিক করে ডাউনলোড করুন অ্যাপ টি।
এখানে ক্লিক করে ডাউনলোড করুন
ডাউনলোড করে ওপেন করুন।
তারপর নিচের স্ক্রিনশট এর আসবে এখান থেকে Sing Up এ টাচ করুন।



তারপরে আপনার মোবাইল নাম্বার।
আপনার আইডি (ভোটার আইডি) কার্ডে যে নাম দেওয়া সেই নাম।
যেকারো আইডি কার্ড দিলে হবে।
আপনার আইডি কার্ডে থাকা সব ইনফো দিন।
তারপর একেবারে নিচের বক্সে রেফার কোড দিতে হবে নাহলে টাকা পাবেন না। 
রেফার কোড এর জায়গায় আপনারা 01822587167
এই কোডটি বসাবেন নাহলে টাকা পাবেন না।
আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট খুলেছেন সেই নাম্বারটি আপনার রেফার আইডি। তাহলে সবাই বুঝেছেন আশাকরি।
তারপর Continue এ ক্লিক করুন।

মনে রাখবেন এই নাম্বার না দিলে আপনি ৫০ টাকা পাবেন না।
তারপর আপনার নাম্বারে একটি মেসেজ এসে একটি কোড দিবে সেই কোড টি বসিয়ে Continue এ ক্লিক করুন।
তারপর ব্যাক এ এসে নিচের স্ক্রিনশট এর মতো আসবে সেখানে খালি বক্সে আপনার নাম্বার দিয়ে log in এ ক্লিক করুন।

তারপর নিচের স্ক্রিনশট এর মতো আসবে এখানে আপনি আপনার একটি নতুন পাসওয়ার্ড দিন নাম্বার ও বর্ণ সহ।



তারপর আপনার নাম্বারে আর একটি মেসেজ আসবে এবং আরো একটি কোড দিয়ে সেই কোডটি খালি বক্সে বসিয়ে Continue এ ক্লিক করুন।
বেস আপনার একাউন্ট খুলা শেষ।
এখন নিচের দিকে লক্ষ করুন লিখা আছে আপনার একাউন্টের ইনফো যাচাই করা হবে তারপর আপনার একাউন্টে টাকা দেওয়া হবে।

এখন কিছুক্ষন অপেক্ষা করুন তারপর আপনার একাউন্টে টাকা জমা হবে।
টাকা জমা হয়েছে কি না তা জানতে নিচের স্ক্রিনশট এ এরো চিনহ যেখানে দেখানো হয়েছে সেখানে ক্লিক করুন।
আর টাকা জমা হলে Mobile Recharge অপশন এ ক্লিক করুন।

তারপর আপনার নাম্বার ও এমাউট লিখে Continue এ ক্লিক করলেই তারা আপনাকে মোবাইল রিচার্জ পাঠিয়ে দিবে।

পেমেন্ট প্রুফ

আশাকরি সবাই বুঝেছেন
আর কোন সমস্যা হলে নিচে টিউমেন্ট বক্স তো আছেই।
সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

(New Apps)প্রতি সপ্তাহে ইনকাম করুন ১২,০০০ টাকা!প্রতি রেফারেঃ৫$||পেমেন্টঃETH,PayPal&Amazon||পেমেন্ট প্রুফ সহ!

(New Apps)প্রতি সপ্তাহে ইনকাম করুন ১২,০০০ টাকা!প্রতি রেফারেঃ৫$||পেমেন্টঃETH,PayPal&Amazon||পেমেন্ট প্রুফ সহ!
আসসালামুআলাইকুম
বর্তমানে প্ল্যা-স্টোরে অসংখ্যা অনলাইন আর্নিং ফ্ল্যাট-ফর্ম রয়েছে!এর মধ্য থেকে সবগুলোতেই কাজ করা যায়,কিন্তু অধিকাংশ এপ্স থেকে পেমেন্ট পাওয়া যায় না।
আজকের এই পোষ্টে দেখাবো কিভাবে
প্রত্যেকসপ্তাহে 1 ETH বা 11,613.17 টাকা ইনকাম করবেন!
চলুন শুরু করা যাকঃ-

এই এপ্সটি ১০০% পেমেন্ট করে,এবং পোষ্টের নিচের পেমেন্ট প্রুফ রয়েছে।
এই এপ্সটির নাম হচ্ছে WhatsAround।
প্রথমে WhatsAround এই লিংক থেকে ডাওনলোড করে নিন!
এখন ডিরেক্ট আপনাকে প্ল্যা-স্টোরে নিয়ে যাবে,এরপরে এপ্লিকেশনটি ডাওনলোড করে নিনঃ

এবার SingUP এ ক্লিক করে আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খুলুনঃ
এরপরে লগ ইন করুনঃ

এখন মানুষ আইকনে ক্লিক করুনঃ

এখন Edit Profile এ ক্লিক করুনঃ

এবার সকল ইনফরমেশন দিয়ে প্রোফাইল কম্পলিট করুনঃ
অবস্যই ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এবং প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে।     

এখন একাউন্ট খোলা কম্পলিট😎
কিভাবে ইনকাম করবেনঃ
 এই এপ্স থেকে দুই ভাবে ইনকাম করতে পাড়বেন!১-পোষ্ট/ছবি আপ্লোড করে।২-রেফার করিয়ে।
ছবি আপ্লোড করার জন্য,ছবি তোলে একটা ট্যাগ/টাইটেল দিয়ে আপ্লোড করুনঃ-

রেফার ইনকালঃএই এপ্সে প্রত্যেক রেফারে ৫$ এর সমান SP Coin ফ্রি পাবেন!

পেমেন্ট রিকুয়েস্টঃ
এই এপ্সথেকে ETH,PAYPAL,AMAZON,ITUNES এর মাধ্যেমে পেমেন্ট নিতে পাড়বেন।
এখানে 1870 কয়েন হলেই ১ ETH উইথ্র নিতে পারবেন।যা ২০ জন বন্ধুকে রেফার করালেই হবে😎
**এই এপ্সে পেমেন্ট রিকুয়েস্ট পাঠালে সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করা হয়।

পেমেন্ট প্রুফঃ
এই এপ্সটি ১০০% পেমেন্ট করে।আমি গত ২৩-০২-১৯ এ পেমেন্ট রিকুয়েস্ট পাঠাই এবং ২৫-০২-১৯ এ পেমেন্ট পেয়েছি!

**ভিডিওতে লাইভ পেমেন্ট প্রুফ দেখিয়েছি।